
রবিবার (২৩ জানুয়ারি) বিকাল ৪টায় চট্টগ্রামের মীরসরাইয়ের নিজামপুর থেকে অস্ত্রসহ মো. শওকত হাসান (৩৯) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার শওকত সীতাকুণ্ড উপজেলার মধ্যম মাহমুদাবাদের মৃত সোনা মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব -৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকাল ৪টায় মীরসরাইয়ের নিজামপুর বাজারে অভিযানে যায় র্যাবের একটি দল।
এসময় ওই বাজার এলাকা থেকে ১টি এলজি এবং ১জন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয় ২রাউন্ড গুলিসহ।
গ্রেপ্তার সন্ত্রাসীর বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।