
চট্টগ্রামে আগুনে পুড়ে ঘুমন্ত ভাই–বোনের মৃত্যু
চট্টগ্রামের বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের কাহারঘোনা মিনজিরি তলা গ্রামে দুটি বসতঘর পুড়ে গেছে। এ সময় অগ্নিদগ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়ে গতকাল রাত সাড়ে ৯টার দিকে মো. ইদ্রিস ও ছমত আলীর বসতঘর পুড়ে যায়।
এসময় অগ্নিকাণ্ডের মো. ইদ্রিসের পুত্র মিনহাজ (১৫) ও কন্যা রুহি মনি (৭) অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ারসার্ভিস ঘটনাস্থলে পৌঁছে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের মৃত্যু ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।