
চট্টগ্রামের ফটিকছড়িতে চাঁদের গাড়ির চাপায় দুই স্কুলছাত্রী নিহত হয়েছে। তারা হাইদচকিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ছিলেন। তাদের এবছর এসএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল। নিহত শিক্ষার্থীরা হলেন- মিশু আক্তার ও নিশুা মনি।
বুধবার (৯ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টায় উপজেলার পেলাগাজীরদীঘি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, পুলিশের ধাওয়া খেয়ে চাঁদের গাড়িটি দ্রুতগতিতে যাওয়ার সময় উল্টে যায়। এদিকে দুই শিক্ষার্থী নিহতের ঘটনার পরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী জানান, দুই জন স্কুল ছাত্রীকে হাসপাতালে আনা হয়েছিল। কিন্তু আগেই তাদের মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন হাটহাজারী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন।