
গভীর রাতে চট্টগ্রাম নগরীর বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থেকে হঠাৎ অসুস্থ হওয়ার অভিনয় করে সিএনজি ও অটোরিক্সাকে ছিনতাই করে ছিনতাইকারী। এরপর বাকিরা তাকে দ্রুত হাসপাতলে নিতে হবে বলে টার্গেট করে অটোরিক্সায় ওঠেন।
এরপর নির্জন কোনো জায়গায় গেলে চালককে মারধর করে তাকে নামিয়ে দিয়ে গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা। পরে সেই গাড়ি বিক্রি করে দেয়। এ রকম একটি গাড়ি বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল দুই ছিনতাইকারী।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) রাত সোয়া ৩টায় বায়েজিদ থানার আনন্দবাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
তারা হলেন- হাটহাজারী থানার মির্জাপুরের ৬ নম্বর ওয়ার্ডের দেওয়ান পাড়ার মো. আব্দুল শুক্কুরের ছেলে মো. আলাউদ্দিন (২৯) ও একই এলাকার মৃত অলি আহম্মদের ছেলে।
তিনি জানান, সিএনজি ছিনতাইয়ের ঘটনার অভিযোগে ভিত্তিতে মঙ্গলবার গভীর রাতে আনন্দবাজার এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি অটোরিক্সা উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান।