
চট্টগ্রামের কর্ণফুলীতে মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টায় শাহ আমানত সেতুর টোলপ্লাজায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মো. নুর উদ্দিন (১৯) নামের এক বাইক আরোহী নিহত হয়েছেন।
নিহত নুর উদ্দিন নগরীর বাকলিয়ার ১৮ নম্বর ওয়ার্ডের মৃত মুন্সি মিয়ার ছেলে।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ ঘটনাটির সতত্য নিশ্চিত করে জানান, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে টোল দিতে অপেক্ষমাণ একটি ট্রাকের পেছনে ধাক্কা দিয়ে এক যুবক নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রাম শহর থেকে মোটরসাইকেলযোগে মইজ্জ্যারটেকের দিকে আসছিলেন মো. নুর উদ্দিন। তিনি শাহ আমানত সেতুর টোলপ্লাজায় এলে মোটরসাইকেল নিয়ন্ত্রণে হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান নুর উদ্দিন।