
চট্টগ্রামে ট্রাক চাপায় স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু
চট্টগ্রামের ফটিকছড়িতে ট্রান্সপোর্ট ট্রাকের চাপায় মো. মারুফ (১১) নামে ষষ্ঠ শ্রেণিতে পড়ুয়া এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা সদর বিবিরহাটের দক্ষিণ প্বার্শ্বে ঈদগাহ্ রোডের মাথায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ মারুফ ফটিকছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডস্থ করম আলী সওদাগর বাড়ির মো. সেলিমের দ্বিতীয় ছেলে। সে ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় কাউন্সিলর বেলাল উদ্দিন।তিনি বলেন, মারুফ মাঠে খেলা করে সাইকেল চালিয়ে যাচ্ছিল। এমন সময়ে বিপরীত দিক থেকে আসা ট্রান্সপোর্টের ট্রাকটি তাকে এমনভাবে চাপা দেয় যে তার মাথা পুরোটাই থেঁতলে যায়। এতে ঘটনাস্থলে সে মারা যায়। তবে ট্রান্সপোর্ট গাড়ির ড্রাইভার পলাতক রয়েছে।
ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হচ্ছে।