
শনিবার (৫ ফেব্রুয়ারি) ভোরে চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় বাহাদুর মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ১৪টি দোকান পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে শনিবার ভোরে রাতে। আজ ভোর ৫টা ৪০ মিনিটের দিকে আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে যায়। ৩০ মিনিট চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে মার্কেটের ১৪টি দোকান পুড়ে গেছে।

এরমধ্যে কাপড়ের দোকান ও মুদির দোকান ছিল। বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহম্মদ। ঘটনাটির সতত্যা নিশ্চিত করে তিনি এসব কথা জানান।