
চট্টগ্রামের রাউজানে বুধবার (১৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় কাপ্তাই সড়কের ইউনুছ ফিলিং স্টেশনের সামনে লেগুনার সঙ্গে অটোরিক্সার সংঘর্ষে পাপন বড়ুয়া (৪০) নামের এক প্রকৌশলী নিহত হয়েছেন।
এই দুর্ঘটনা আহত হয়েছেন আরও কয়েকজন। তবে তাৎক্ষণিক তাদের নামপরিচয় জানা যায়নি।

নিহত পাপন বড়ুয়া পিএইচপির কোল্ড রোলিং মিলের মেকানিক্যাল বিভাগের সহকারী প্রকৌশলী ছিলেন। পাপন বড়ুয়া রাউজানের বাগোয়ান দেওয়ানপুর গ্রামের মৃত সংঘবোধি বড়ুয়ার ছেলে।
ঘটনাস্থলে থাকা এক পুলিশ সদস্য জানান, সিএনজিচালিত অটোরিক্সা ও লেগুনা শহরমুখী ছিল। অটোরিক্সাটি ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে প্রাণ হারান পাপন বড়ুয়া।
পুলিশ জানায়, দুর্ঘটনা লেগুনা ও অটোরিক্সা পুলিশ হেফাজতে রয়েছে। তবে লেগুনার চালক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।