
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) ফার্মেসিতে অভিযান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযান চলমান রয়েছে।
বৃহস্পতিবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে দুদকের উপ-পরিচালক মো. নাজমুছ ছায়াদাতের নেতৃত্বে হাসপাতালের ফার্মেসিতে এ অভিযানে আসে দুর্নীতিবিরোধী সংস্থাটির ৪ সদস্যের টিম। অভিযানে কনস্টেবল মো. ইমরান হোসেন উপ-পরিচালক আবু সাঈদ, সহকারী পরিচালক এনামুল হক উপস্থিত আছেন।

জানা গেছে, দুর্নীতি দমন কমিশনের হটলাইন ১০৬ নাম্বারে ফার্মেসির বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযানে নামেন দুদক চট্টগ্রাম কার্যালয়-১ এর কর্মকর্তারা। অভিযানে চমেক মেডিকেলের আউটডোর ফার্মেসির বিভিন্ন কাগজপত্র পরীক্ষা করে দেখছেন দুদক কর্মকর্তারা। তারা হাসপাতালের কেন্দ্রীয় ওষাধুগারে বিভিন্ন কাগজপত্র দেখেছেন। ভেতর থেকে কিছু নথিপত্র এনে আউটডোরের সঙ্গে মিলিয়ে দেখছেন।
উল্লেখ, গত ৭ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে সাড়ে তিন লাখ টাকার সরকারি ওষুধ চুরি করে নিয়ে যাওয়ার ঘটনায় দুই জনকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। হাসপাতালের গোল চত্বর থেকে তাদের আটক করা হয়। গ্রেপ্তার দুজন হলেন ২৬ নং ওয়ার্ডের সরকারি স্টাফ আউটসোর্সিং কর্মচারী মো. সৈয়দ ও আশু চক্রবর্তী। চুরির ঘটনায় চমেকের স্টোর অফিসার ডা. মো. হুমায়ুন কবির বাদী হয়ে নগরীর পাঁচলাইশ থানায় একটি মামলা দায়ের করেন। পুলিশও ঘটনাটি তদন্ত করে দেখছে।