
প্রধানমন্ত্রীকে এফডিসিতে নিয়ে আসাই প্রথম লক্ষ্য : নিপুণ
চিত্রনায়িকা নিপুণ চলচ্চিত্র শিল্পী সমিতির ইতিহাসে রেকর্ড গড়েছেন। তিনি ১৭তম নির্বাচনে আপিল বোর্ডের রায়ে সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন। চলচ্চিত্র শিল্পীরা ৩৮ বছরের ইতিহাসে এই প্রথমবার নারী সেক্রেটারি পেলেন।
শনিবার (৫ ফেব্রুয়ারি) চিত্রনায়িকা নিপুণকে
আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে সাধারণ সম্পাদক পদে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী ঘোষণা করেন। নতুন কমিটি আগামীকাল রোববার (৫ ফেব্রুয়ারি) বিকেলে শপথ নেবে নতুন।
জয়ী ঘোষণা করার পর কান্নাভেজা চোখে তিনি বলেন, ‘সত্যের জয় হয়েছে। অনেক ডকুমেন্টস ছিলো আমার কাছে। ২৮ তারিখে আমি পীরজাদার কাছে অনেকবার গিয়েছি সে আমাকে কোনো হেল্প করেনি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আর কিছু বলার নেই।’
নিপুণ শিল্পী সমিতির ইতিহাসে প্রথম নারী সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় আনন্দিত। তিনি বলেন, ‘এটা সত্যি দারুণ ব্যাপার। ৩৮ বছরের সমিতির ইতিহাস নতুনভাবে লিখতে পেরে আমি খুবই আনন্দিত। আশা করি ভবিষ্যতে হয়তো অন্য নারী শিল্পীরাও অনুপ্রাণিত হবেন।’
নিপুণ আরও বলেন, ‘শিল্পী ও সত্যের জয় হয়েছে। আমি শিল্পীদের প্রতি অনেক কৃতজ্ঞ। তারা আমার পাশে আছেন, থাকবেন। আমি নির্বাচনে এই চেয়ারের জন্য আসিনি। আমি এসেছি শিল্পীদের পাশে দাঁড়াতে। খুব ভালো লাগছে এখন আমি শিল্পীদের পাশে দাঁড়াতে পারবো, অন্যায়ের প্রতিবাদ করতে পারবো।’
নতুন সাধারণ সম্পাদক যোগ করেন, ‘নির্বাচনের আগে যেটা বলেছিলাম, এখনো সেটাই বলছি-আমার প্রধান লক্ষ্য মাননীয় প্রধানমন্ত্রীকে এফডিসিতে নিয়ে আসা। প্রসঙ্গত, শুরু থেকেই জলঘোলা হচ্ছিল গত ২৮ জানুয়ারি চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে ইলিয়াস কাঞ্চন নির্বাচিত হলেও সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের জয়ী হওয়া নিয়ে। কাঞ্চন-নিপুণ নির্বাচনের পর থেকেই পরিষদ অভিযোগ করে আসছে টাকা দিয়ে ভোট কিনেছেন জায়েদ খান। এছাড়া প্রতিদ্বন্দ্বী প্রার্থী নিপুণ ফলাফল নিয়ে আপিল বোর্ডের কাছে অভিযোগ করেন। সাধারণ সম্পাদক পদে পরাজিত প্রার্থী নিপুণের এক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বোর্ডকে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে গত ২ এপ্রিল এ বিষয়ে দিকনির্দেশনা দেয়া হয় ।
শনিবার সেই প্রেক্ষিতে আপিল বোর্ড রায় ঘোষণা করে। এই জয়ে এফডিসিতে দেখা গেছে উৎসবের আমেজ। নিপুণকে অভিনন্দন জানাচ্ছেন চলচ্চিত্রের নানা সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা ।