
ফেনী জেলা যুবদলের দপ্তর সম্পাদক ইমরান গ্রেপ্তার, জেলা কমিটির নিন্দা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ফেনী জেলা শাখার দপ্তর সম্পাদক আল ইমরানকে দাগনভূঞা থানার পুলিশ গ্রেপ্তার করেছে। শুক্রবার বিকেলে পুলিশ তাকে নিজ এলাকা থেকে গোপন সংবাদদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে।
পুলিশ জানায়- যুবদল নেতা আল ইমরান দুইটি মামলার গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত আসামি এবং তার বিরুদ্ধে নাশকতাসহ একাধিক মামলা রয়েছে।
দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান ইমাম যুবদল নেতা আল ইমরানকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান – তার বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে এবং সে একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামী ছিলেন।
এদিকে জেলা যুবদলের দপ্তর সম্পাদক আল ইমরানকে গ্রেপ্তারের ঘটনায় জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন খোন্দকার এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, মামলা হামলা ও গ্রেপ্তার চালিয়ে যুবদল নেতা-কর্মীদের দমানো যাবে না। তাই যুবদল আল ইমরানসহ গ্রেপ্তারকৃত নেতাদের মুক্তির দাবী জানান তারা।