অন্যান্য

বহদ্দারহাটের অবৈধ ট্যাম্পু স্ট্যান্ড উচ্ছেদ করলো পুলিশ

আজ বুধবার (১৬ মার্চ) সকালে চট্টগ্রামের বহদ্দারহাটে মোড়ে অবৈধ টেম্পু স্ট্যান্ড উচ্ছেদ করেছে ট্রাফিক পুলিশ। অভিযান চালিয়ে এ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়।

পুলিশ জানান, বহদ্দারহাট পুলিশ ফাঁড়ির সামনে সড়ক দখল করে গড়ে উঠেছিল একটি টেম্পো (টিকটিকি) স্ট্যান্ড। বহদ্দারহাট মোড়ে দীর্ঘদিন যানজটে অতিষ্ঠ ছিল মানুষ। দিনভর লেগেই থাকতো যানজট। যত্রতত্র পার্কিং ও যাত্রী উঠানামা করায় সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি হতো।

এছাড়া স্ট্যান্ডটির পাশেই ছিল এখলাছুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীদের চলাচল ও রাস্তা পারাপারে নিয়মিত ঝুঁকি নিতে হতো। দীর্ঘদিন ধরে স্থানীয়রা এটি উচ্ছেদের দাবি জানিয়ে আসছিল। অবশেষে আজ সকালে বিড়ম্বনার এই স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বহদ্দারহাট ট্রাফিক পুলিশের ইনচার্জ ইকবাল হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *