
স্লোগানে মুখরিত করে রবিনের বিদায়
নাফিম আল মাহমুদঃ
আজ ২৫ জানুয়ারী ফেনী কলেজ অডিটোরিয়াম হলে ফেনী কলেজ ছাত্রলীগের বার্ষিক সম্মেলনে ফেনী কলেজ ছাত্রলীগের সভাপতি তোফায়েল আহম্মেদ তপুর সভাপতিত্বে ফেনী কলেজ ছাত্রলীগ ২০২২ সম্মেলন অনুষ্ঠিত হয়।
২০১৪ সালে অনুষ্ঠিত ফেনী কলেজ ছাত্রলীগ সংসদ অনুষ্ঠিত হলে ফেনীর দাগনভূঞা রাজাপুর -এর ছেলে বরিউল হক ভূঁইয়া রবিন জিএস হিসেবে নির্বাচিত হন৷
আজ ২০২১, ২৫ ই জানুয়ারী কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষনা হয়। এসময় ফেনী জেলা ছাত্রলীগের সভাপতি এম সালাউদ্দিন ফিরোজ দীর্ঘ ৭ বছর ধরে দায়িত্বে থাকা ছাত্রলীগ কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা দেন।
উক্ত সম্মেলনে রবিন তার বক্তব্য বলে আপনাদের প্রতি অনেকসময় বিরক্ত হয়ে কারনে অকারনে যদি কোনো অন্যায় করে থাকি তাহলে মাফ করে দিবেন৷ তার বক্তব্যের শেষে তিনি জয় বাংলা স্লোগান দিয়ে কান্নাজড়িত মুখ নিয়ে বক্তব্য শেষ করেন।