অন্যান্য

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোবেল!

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন নোবেল ম্যানখ্যাত গায়ক মাইনুল আহসান নোবেল। এমনটাই জানা গেছে তার ফেসবুকের দুটি পোস্ট থেকে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে বাম চোখে ব্যান্ডেজ করা একটি ছবি শেয়ার করেন নোবেল।

তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতরভাবে আহত হয়েছে। রাস্তাটির জন্য দোয়া করবেন।’ যদিও ক্যাপশনের কারণে বিষয়টি গুরত্ব সহকারে নেয়নি নেটিজেনরা। এ পোস্টেও হাহা রিয়েক্ট দিয়েছেন অনেকে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ হাজার হাহা রিয়েক্ট পড়েছে পোস্টটিতে।

শুক্রবার (২৩ এপ্রিল) সকালে আরও একটি পোস্ট করেন নোবেল। ছবিতে রক্তাক্ত মুখ দেখা যাচ্ছে তার। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘এক বয়ষ্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিল। তাকে বাঁচাতে গিয়ে আমার মাথার তালুতে ১২টা, বাম পাশের ভ্রু-তে ১৮টা, মোট ৩০টা সেলাই পড়েছে। তবুও মনে তৃপ্তি অনুভব করছি কারণ লোকটা নিরাপদ আছে। আর আমি আপনাদের দোয়ায় ভালো আছি আলহামদুলিল্লাহ্।’

বিষয়টি নিয়ে জানতে নোবেলের ব্যক্তিগত নম্বরে ফোন করলে পাওয়া যায়নি তাকে। এদিকে তার এক ঘনিষ্ঠজন বলছেন, ‘বিষয়টি নিয়ে আমি কিছুই জানি না। ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি কিন্তু পাচ্ছি না।’

তবে আসলেই কী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত নোবেল নাকি গানের শুটিংয়ের কোনো দৃশ্য তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *