
চট্টগ্রামের হাটহাজারীতে একদল ডাকাত অস্ত্রের মুখে পরিবারের সকল সদস্যকে জিম্মি করে এক ব্যবসায়ীর বাড়ি থেকে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে গেছে। এ ঘটনা ঘটে বুধবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে উপজেলার শিকারপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নজুমিয়া সওদাগরের নতুন বাড়ির সুলতানা জুয়েলার্সের স্বত্বাধিকারী রাশেদের বাড়িতে।
এই ঘটনায় আজ বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে মদুনাঘাট তদন্ত কেন্দ্রের পুলিশ।
ব্যবসায়ী রাশেদ বলেন, ৮-১০ জন সদস্যের সশস্ত্র ডাকাত দল রাতে দোতলা ঘরের নীচতলার ফ্ল্যাটে জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে। এ সময় পরিবারের সকলকে অস্ত্রের মুখে জিম্মি করে, হাত-পা ও মুখ বেঁধে আলমারি ভেঙে ২৫ ভরি স্বর্ণালঙ্কারসহ নগদ ৪০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় তারা।
হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রুহুল আমিন সবুজ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে আমরা পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবো।