
চট্টগ্রাম কারাগারে যুবদল নেতার মৃত্যু
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বন্দী অবস্থায় মোহাম্মদ শাহজাহান (৪৩) নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। তিনি পাঁচলাইশ থানাধীন কুলাগাঁও বালুচরা এলাকার আব্দুল মালেকের ছেলে এবং চট্টগ্রাম মহানগর যুবদলের সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।
মঙ্গলবার (২৯ মার্চ) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম জানান, মোহাম্মদ শাহজাহান নামে একজন হাজতির মৃত্যু হয়েছে। তিনি বায়েজিদ থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি হিসেবে তিন মাস আগে কারাগারে আসেন। তিনি আগে থেকে যক্ষ্মা রোগে আক্রান্ত ছিলেন। গত ২৬ মার্চ থেকে কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গতকাল তার অবস্থার অবনতি হলে দুপুর ১ টার দিকে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তিনি মারা যান।
চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশারফ হোসেন দিপ্তী বলেন, শাহাজাহান যুবদলের সক্রিয় নেতা ছিলেন। তিনি নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক প্রয়াত দস্তগীর চৌধুরী ব্যক্তিগত সহকারী ছিলেন। রাজনৈতিক মামলায় তিনি কারাগারে ছিলেন। তার মৃত্যুতে আমরা শোকাহত। পারিবারিক জীবনে তিনি এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। আজ বাদ মাগরিব বালুছড়া নিজ বাড়িস্থ ফেরদাউস চৌধুরী জামে মসজিদ প্রাঙ্গণে শাহজাহানের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।