চট্টগ্রাম

চাক্তাই-খাতুনগঞ্জে হাজার কোটি টাকা ক্ষতির আশঙ্কা

দেশের অন্যতম ভোগ্যপণ্যের বড় বাজার চাক্তাই খাতুনগঞ্জ ঘূর্ণিঝড়ের প্রভাবে জোয়ারের পানিতে তলিয়ে গেছে। রাত ১২টায় এ বাণিজ্যপাড়ার প্রায় দোকান-গুদাম পানি ঢুকে ডুবে যায়। ব্যবসায়ীরা জানান, ৯১’র প্রলংকরী ঘূর্ণিঝড়ের পর গতকাল রাতে চিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট পানিতে ডুবছে পুরো এলাকা। শেষ খবর পাওয়া পর্যন্ত হাজার কোটি টাকার ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

চাক্তান খাতুনগঞ্জ আড়তদার ও ব্যবসায়ী সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর আলম বলেন, নিচতলা ডুবে গেছে। এছাড়াও চাক্তাই ও খাতুনগঞ্জের প্রায় দোকান ও গুদামে পানি ঢুকেছে। তিনি বলেন, প্রতিটি দোকান ও গুদামের সামনে দেড় থেকে দুই ফুট উচ্চতার দেয়াল দেওয়া হয়েছে জলোচ্ছ্বাস, বন্যা ও ঘূর্ণিঝড়ের পানি থেকে মালামাল রক্ষার জন্য। এই দেয়াল টপকিয়ে পানি দোকান ও গুদামে ঢুকেছে।

চাক্তাই শিল্প ও বণিক সমিতি অফিস সেক্রেটারি মোহাম্মদ ইউনুস জানান, চাক্তাই এলাকার ৮০-৮৫ শতাংশ দোকান ও গুদামে পানি ঢুকেছে। বিশেষ করে চালের দোকান ও গুদামে ব্যাপক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তিনি বলেন, ৯১’র ঘূর্ণিঝড়ের মতো দ্রুত পানি ঢুকে গেছে। গভীর রাত পর্যন্ত দোকানদার, কর্মচারী ও শ্রমিকেরা প্রাণপণ চেষ্টা করেও রক্ষা করতে পারেনি।

আড়তদার সমিতির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন বলেন, ক্ষতির কথা বলে কান্নায় ভেঙে পড়েছে অনেক ব্যবসায়ী। তিনি বলেন, চাক্তাই এলাকায় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। খাতুনগঞ্জের হামিদ উল্লাহ মার্কেট এলাকায় প্রতিটি দোকান ও গুদামে পানি ঢুকেছে। এখানে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *