সারাদেশ

ছিনতাইকারীর কবলে পড়ে নায়লা নাঈম আহত

মডেল ও দন্ত চিকিৎসক নায়লা নাঈম ছিনতাইকারীর কবলে পড়ে আহত হয়েছেন। গত রোববার (১০ অক্টোবর) সকালে মগবাজার রেল ক্রসিংয়ে তার ওপর আক্রমণ করে ছিনতাইকারী দল। এ সময় তিনি ছিলেন স্কুটিতে। এই মডেল আহত হয়েছেন স্কুটি থেকে পড়ে গিয়ে।

গতকাল ফেসবুকে পুরো ঘটনার বর্ণনা দিয়ে নায়লা নাঈম লিখেছেন, ‘আজ দুপুরবেলা ১১টা ৪৫ মিনিটে মগবাজার রেল ক্রসিংয়ে ট্রেন চলে যাওয়ার পরে ট্রেনের সিগনাল ছেড়ে দেওয়ার পর রেলক্রসিং পার হওয়ার সময় দুইজন কালোমতোন ছেলে দৌঁড়ে এসে আমার গায়ে জড়ানো সামনের দিকের মোবাইল এবং টুকটাক রাখার যে ব্যাগ সেটা টানা-হ্যাঁচড়া শুরু করে। পিকআপ কমানো ছিল। কারণ, রেলক্রসিং পার হচ্ছিলাম। সে অবস্থায় ওদের টানাটানির কারণে আমি স্কুটি নিয়ে বামে পড়ে যাই। একজনের হাতে ধারালো কোনো একটা কিছু থাকায় প্রকাশ্যে অনেক মানুষ থাকলেও কেউ সহজে এগিয়ে আসছিল না এবং আমি পড়ে যাওয়ার পড়েও ছেলেটা ঘুরে এসে আমার ব্যাগ ধরে টানাটানি করছিল। পরে বাইক থামিয়ে তিনজন মানুষ দৌঁড়ে এসে আমাকে তুলে দেয়!’

তিনি আরও লেখেন, ‘দিনের আলোতে সবার সামনে, এত মানুষের সামনে এই ধরনের একটা ঘটনা ঘটে গেল। বামে দ্রুতগামী পিকআপের নিচে আমি পড়ে যেতে পারতাম যদি পিকআপটা টান দিতো তাহলে! কনুইতে আঁচড় লেগেছে। হয়তো অল্পের জন্য বেঁচে গিয়েছি। কিন্তু এগুলোর সমাধান আসলে কোথায়? এই বিষাক্ত শহরে আমি আর থাকতে চাই না!’

মিডিয়ায় কাজ করার ইচ্ছে ছিল নায়লার ছেলেবেলা থেকেই। ডেন্টাল কলেজে পড়ার সময়ে তিনি মডেলিংয়ে জড়িয়ে পড়েন। এরপর আস্তে আস্তে ভিট, ইউ-গট-দ্য লুক প্রতিযোগিতায় তিনি শীর্ষ দশে নিজের জায়গা করে নেন। ঢাকার দুটি চেম্বারে নিয়মিত রোগী দেখেন আলোচিত এই মডেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *