
বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে কুমিল্লায় সদর দক্ষিণ পদুয়ারবাজার বিশ্বরোড অবরোধ কর্মসূচি পালন করেন বাংলাদেশ তরীকত ফেডারেশন কুমিল্লা জেলা শাখার নেতা-কর্মীরা।
কুমিল্লার লাকসামে মাদ্রাসার জায়গায় গুচ্ছগ্রাম প্রকল্প বাতিল এবং স্থানীয় সরকারমন্ত্রী (এলজিআরডি) ও লাকসাম উপজেলা নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবিতে তরীকত ফেডারেশন পদুয়ার বাজার বিশ্বরোডে মহাসড়ক অবরোধ করেছে। এতে সড়কের দুই পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।

বাংলাদেশ তরীকত ফেডারেশনের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ জানান, স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলামের নির্দেশে মাদরাসার মাঠ দখল করা হচ্ছে। আমরা মন্ত্রীর অপসারণ দাবি করছি। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত আমার আন্দোলন চলবে। আমরা জেলা প্রশাসকের কাছে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করব।
বিষয়টি নিশ্চিত করেন সদর দক্ষিণ উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী।