
চট্টগ্রাম নগরীর মুরাদপুরে ছাত্র শিবিরের ঝটিকা মিছিল থেকে পুলিশ চার কর্মীকে আটক করেছে। তারা হলেন- ফাহিম (২১), তারেক আহমদ (১৮), তৌহিদুল ইসলাম (১৮) ও মোহাম্মদ নূরুল ইসলাম পারভেজ (২২)।
তারা বিক্ষোভ মিছিল শুরু করে শুক্রবার (২৮ অক্টোবর) সকাল সাড়ে ৭টায় নগরীর ষোলশহর থেকে। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, মুরাদপুরে পৌঁছালে পুলিশের ধাওয়ায় শিবিরের বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়। এ সময় আশপাশের গলি থেকে গ্রেপ্তার করা হয়েছে দলের চার নেতা-কর্মীকে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।