
চট্টগ্রামের ফটিকছড়িতে আজ বুধবার (৯ মার্চ) সকাল ১০টার দিকে ফটিকছড়ি উপজেলার লেলাং ২ নম্বর ওয়ার্ডে পুকুরে ডুবে জান্নাতুন নিছা (২) ও মীম (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয়রা জানান, খেলতে গিয়ে পরিবারের সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে ডুবে যায় দুই চাচাতো বোন।

পরে একজনের মা দেখতে পেয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডা. নাবিল চৌধুরী জানান, দুই শিশুকে হাসপাতালে আনার আগে তাদের মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ রফিক বলেন, দুই শিশু মারা যাওয়ার খবর শুনেছি।