
হালিশহর থানা এলাকায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে আহত যুবক মো. জলিল (২৪) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। তিনি হালিশহর এলাকার মো. নুরুল আলমের ছেলে।
শনিবার (৮ মে) রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মেডিকেলের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
হালিশহর থানার ওসি রফিকুল ইসলাম বলেন, গত ৪ মে কথাকাটাকাটির জেরে এক যুবক ছুরিকাঘাতে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়। এ ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ কালাম নামের এক যুবককে গ্রেপ্তার করে।